ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। খবর রয়টার্স।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সংবাদ সম্মেলনে বলেন, এ সময়ে ভøাদিমির পুতিনের সঙ্গে সংলাপের কোনো পরিকল্পনা আমাদের প্রেসিডেন্টের নেই এবং এর অন্যতম কারণ পুতিন। তিনি আরও বলেন, পুতিন কোনো ধরনের আলোচনায় যেতে আগ্রহী নন, বরং প্রকৃতবিচারে তিনি (পুতিন) এর বিপরীতটাই চান। আমাদের প্রেসিডেন্টও বিষয়টি খেয়াল করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে যৌথ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, ভøাদিমির পুতিন যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে আগ্রাহী হন, সে ক্ষেত্রে তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।
রাজনীতিক পর্যবেক্ষকদের মতে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্টের প্রতি এ ধরনের অকপট এবং খোলামেলা মন্তব্য করেছেন বাইডেন।
যদিও বাইডেনের এমন বক্তব্যে রুশ প্রেসিডেন্টের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া আসেনি। গত শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বাইডেন এখনো জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেননি, এবং তিনি মূলত চানÑ পুতিন যেন ইউক্রেন ত্যাগ করেন। নিশ্চিতভাবেই এই শর্ত মস্কোর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
এদিকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জন কিরবিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেনÑ যদি বাইডেনের সঙ্গে পুতিনের সংলাপ না হয়, সে ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের আলোচনার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। জবাবে কিরবি বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমাদের তরফ থেকে কোনো চাপ দেওয়া হবে না, পুতিনের সঙ্গে আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন শুধু তিনিই।