ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। অন্ত্রের ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি পেলের শরীরে এখন কাজ করছে না। বিশ্বকাপের ডামাডোলের মধ্যে সারাবিশ্ব পেলেকে নিয়ে উদ্বিগ্ন। তাদের উৎকণ্ঠা বাড়িয়ে ব্রাজিল থেকে খবর এসেছেÑ প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে এই ফুটবল কিংবদন্তিকে।
৮২ বছর বয়সী পেলে ২০২১ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়ছেন। পরশু হাসপাতালে চিকিৎসাধীন পেলে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। তার খোঁজ নেওয়ার জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছিলেন।