শেষ হয়ে গেল গ্রুপপর্বের রোমাঞ্চকর তিন রাউন্ড। ঘটন-অঘটনের এই পর্ব শেষে কাতার বিশ্বকাপ পেয়েছে সম্ভাব্য সেরা ১৬ দলকে। এই দলগুলোর মধ্যে গতকাল রাত থেকে বাঁচা-মরার লড়াই শুরু হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক গ্রুপপর্বের যত পরিসংখ্যান-
ব্যক্তিগত পরিসংখ্যান
ষসর্বোচ্চ গোল : ৫ ফুটবলার (৩ গোল)।
ষসবচেয়ে কম বয়সী গোলদাতা : গাবি, স্পেন (১৮ বছর ১০৯ দিন)।
ষসবচেয়ে বেশি বয়সে গোল : ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল (৩৯ বছর, ২৯২ দিন)।
ষ‘বুড়ো’ কোচ : লুইস ফন গাল, নেদারল্যান্ডস (৭১ বছর, ১০৫ দিন)।
ষ‘তরুণ’ কোচ : লিওনেল স্কালোনি, আর্জেন্টিনা (৪৪ বছর ১৯০ দিন)।
ষসর্বোচ্চ শট : কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স (১৬টি)।
ষসর্বোচ্চ অ্যাসিস্ট : হ্যারি কেন, ইংল্যান্ড (৩)।
ষসর্বোচ্চ সুযোগ তৈরি : অ্যান্তনি গ্রিজম্যান, ফ্রান্স (১১টি)।
ষসর্বোচ্চ বল টাচ : রদ্রি, স্পেন (৪৮১ বার)।
ষপ্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ বল টাচ : কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স ও জামাল মুসিয়ালা, জার্মানি
(৩৫ বার)।
ষসর্বোচ্চ সফল পাস : পেদ্রি, স্পেন (৪৩১টি)।
ষসর্বোচ্চ ক্রস : ক্রিস্টিয়ান এরিকসেন, ডেনমার্ক (৩০টি)।
ষসর্বোচ্চ ড্রিবল : জামাল মুসিয়ালা, জার্মানি (১৯ বার)।
ষসর্বোচ্চ ট্যাকল : আশরাফ হাকিমি, মরক্কো ও ইব্রাহিমা কোনাতে, ফ্রান্স (১৩টি)।
ষসর্বোচ্চ গোল সেভ : ভয়চেক সেজনি, পোল্যান্ড (১৮টি)।
দলীয় পরিসংখ্যান
ষসর্বোচ্চ গোল : ইংল্যান্ড ও স্পেন (৯টি)
ষসর্বোচ্চ গোল হজম : কোস্টারিকা (১১টি)
ষসর্বোচ্চ শট : জার্মানি (৬৯)
ষশটে সর্বোচ্চ সাফল্য : কোস্টারিকা (২৭%)
ষপ্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ বল টাচ : জার্মানি (১৪০)
ষসবচেয়ে কম গোল হজম : ছয় দল (১টি করে)
ষসবচেয়ে কম শটের মুখোমুখি : আর্জেন্টিনা (১১টি)
ষসর্বোচ্চ গোল সেভের হার : নেদারল্যান্ডস (৯১%)
ষবল দখলের হারে সর্বোচ্চ : স্পেন (৭৭%)
ষসর্বোচ্চ ক্রস কর্নারসহ : মেক্সিকো (৮০)
ষসর্বোচ্চ ড্রিবল : কানাডা ও জার্মানি (৩১)
ষসর্বোচ্চ ট্যাকল : ফ্রান্স (৭৭)
ষসর্বোচ্চ জয় : স্পেন ৭-০ কোস্টারিকা
ষএক ম্যাচে সর্বোচ্চ গোল : ইংল্যান্ড ৬-২ ইরান