শখের তোলা লাখ টাকা
আমাদের এ যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হলো শখ। শখ আমাদের যেমন আনন্দ দেয়, তেমনি কাজে শক্তিও জোগায়। শখ পূরণ করতে মানুষ কত কিছুই না করে। তাই তো বলা হয় যে, ‘শখের তোলা লাখ টাকা’। তেমনি এক বিচিত্র শখের মানুষ ভোলার ডিপ্লোমা চিকিৎসক ডা. মো. মহিউদ্দিন।
হাজারো স্বপ্ন থাকে মানুষের। থাকে বিচিত্র শখ। সেই শখের বশেই প্রাচীন-মুঘল ও ব্রিটিশ আমলের ২ শতাধিক মুদ্রা সংরক্ষণ করেছেন ছোটবেলা থেকে এসব মুদ্রা বা কয়েন সংগ্রহ করে আসছেন ডা. মহিউদ্দিন। এসব মুদ্রা ঐতিহ্য বহন করে আছে। সেই সময়কার কৃষ্টি-কালচার দেখে নতুন প্রজম্ম হয়ে উঠবে সুনাগরিক। তাই এ ধরনের মুদ্রা-কয়েন সংগ্রহর কাজ চালিয় যেতে চান তিনি।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নেরর মেঘনার উপকূলের ছোট গ্রাম গঙ্গাকীর্তি। এ গ্রামের বাসিন্দা ডা. মো. মহিউদ্দিন। তিনি ভোলা ইসলামিয়া ইউনানি মেডিক্যাল কলেজের প্রভাষক। সময় পেলে কবিতা লেখেন। এ পর্যন্ত লিখেছেন ৫ হাজার কবিতা। ছোটবেলা থেকেই তার শখ ধাতব মুদ্রা, কয়েন ও পুরনো দিনের কাগুজে নোট সংগ্রহ করা। সেই সখ থেকেই এসব মুদ্রা সংগ্রহ করে আসছেন তিনি। এ পর্যন্ত তিনি জমিয়েছেন প্রাচীন, মুঘল ও ব্রিটিশ আমলের ২ শতাধিক মুদ্রা। যা রেখেছেন নিজের কাছে। বাহারি আকারের এসব মুদ্রা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। ডা. মো. মহিউদ্দিন বলেন, আদি যুগের মানুষের কৃষ্টি কালচার, সামাজিকতা এবং তাদের সভ্যতা এ মুদ্রা তে চিত্রায়িত, অঙ্কিত রয়েছে। যা দেখে নতুন প্রজম্ম আদি সভ্যতার সম্পর্কে জানতে পারবে। আমি মনে করি ফেসবুক ও ইউটিউবের এ যুগেও নতুন প্রজম্মের এসব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার প্রয়োজন। এতে সমৃদ্ধ হবে জ্ঞান। যতদিন পারবেন মুদ্রা সংগ্রহে কাজটি চালিয়ে যেতে চান তিনি।
বাবার এমন মুদ্রা সংগ্রহ প্রসঙ্গে মেয়ে আমেনা বেগম জুঁই বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি বাবা এসব পুরোনো মুদ্রা সংগ্রহ করছেন। আমি মাঝে মধ্যে সহযোগিতা করছি। অনেকেই এসব মুদ্রা নিয়ে অবহেলা করেন। কিন্তু এটা ঠিক নয়, যারা বোঝেন তারাই এসব মুদ্রার সঠিক মূল্যায়ন করেন।