advertisement
advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ মেয়র

৯ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম
আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ১০:৪৫ পিএম
advertisement

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের এক ছোট শহরে ১৮ বছর বয়সী কলেজছাত্র জেলেন স্মিথ সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি চলতি বছরের মে মাসে হাইস্কুল ছেড়ে দেন। টেনেসির মেমফিস থেকে ৩০ মাইল পশ্চিমে অবস্থিত গ্রামীণ শহর আর্লেতে মেয়র হিসেবে তিনি জয়ী হয়েছেন। স্মিথের পরিবার এ বিজয়কে বিশেষভাবে উদযাপন করছে। স্মিথ ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমার মা কান্না থামাতে পারছেন না।’ জেলেন স্মিথ অবশ্য মার্কিন ইতিহাসে প্রথম ১৮ বছর বয়সী মেয়র নন। ২০০৫ সালে ১৮ বছর বয়সী মিশেল সেশনস এমনকি উচ্চবিদ্যালয়ের পাঠ চুকানোর আগেই মিশিগানের হিলসডেল শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। স্মিথ একজন ডেমোক্র্যাট। স্মিথ বিজয় লাভের পর ফেসবুকে লিখেছেন, ‘এটি আর্লেতে একটি ভালো অধ্যায় তৈরি করার সময়। আমি আপনাদের সবার সমর্থনের জন্য সত্যিই কৃতজ্ঞ।’ ষ বিবিসি

advertisement