াশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রেডলাইন উল্লেখ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া বন্ধ করেছে রাশিয়া। তার সাম্প্রতিক চীন সফর পারমাণবিক উত্তেজনার হুমকি বন্ধে অবদান রেখেছে দাবি করে শলৎজ বলেন, ‘তিনি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার পক্ষে সম্মত হয়েছিলেন। পরে জি২০ দেশগুলো এই অবস্থানকে সমর্থন করে।