advertisement
advertisement
advertisement

হাড্ডাহাড্ডি লড়াই হবে ইংল্যান্ড ও ফ্রান্সের

কাননের কলাম

১০ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম
আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১১:১৪ পিএম
advertisement

ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যেকার ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হবে বলে আমি মনে করি। আমি মনেপ্রাণে চাই এবারের বিশ^কাপটা ইংল্যান্ড জিতুক। কারণ এবারের বিশ^কাপে ইংল্যান্ডের লিগে খেলা ২৬২ জন ফুটবলার খেলছে। তা ছাড়া ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ বিশে^র সেরা ফুটবল লিগ।

advertisement

ইংল্যান্ড দলটি বেশ গোছালো। গোলরক্ষক পিকফোর্ড থেকে শুরু করে ফরোয়ার্ড অধিনায়ক হ্যারি কেন পর্যন্ত প্রত্যেকটি বিভাগই যথেষ্ট ব্যালান্সড। এবারের বিশ^কাপে সবচেয়ে বেশি গোলও করেছে ইংল্যান্ড। তাদের বিপক্ষ দল যেহেতু ফ্রান্স, তাই ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডির হবে। ফ্রান্স বর্তমান বিশ^কাপ চ্যাম্পিয়ন দল। তারাও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে।

ফ্রান্সের এমবাপ্পে হঠাৎ করেই পোল্যান্ডের বিপক্ষে দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পরে পোল্যান্ড ম্যাচ থেকে আর ফিরে আসতে পারে নাই। তবে ইংল্যান্ড

advertisement

আর পোল্যান্ড এক দল নয়। দুই দলের খেলার ধরনের অনেক তফাত রয়েছে। ইংল্যান্ড বেশ সায়েন্টিফিকালি আর ক্যালকুলেটিভ ফুটবল খেলে থাকে। ফ্রান্সের জন্য জেতা সহজ হবে না।

দিদিয়ের দেশম দলকে ভালোভবেই পরিচালনা করছেন। অনেক বেশি অভিজ্ঞ কোচ দেশম। দলকে তার নিজের স্ট্র্যটেজিতেই চালাচ্ছেন। ইংল্যান্ডের সাউথগেটও দারুণ কোচ। ইউরোর ফাইনালে নিয়ে গিয়েছিল এবার দলকে। তবে ম্যাচটি শুধু দুই দলের খেলোয়াড়দের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে তা নয়। দুই কোচের কৌশলের লড়াইও হবে ম্যাচটি।

পর্তুগাল আর মরক্কোর ম্যাচে পর্তুগালই ফেভারিট। আগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন দলের তরুণ স্ট্রাইকার গনসালো রামোস। যে কিনা পর্তুগালের লিগের সেরা গোলদাতাও। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় কোচ তাকে আগের ম্যাচে খেলিয়েছেন। এখন দেখার বিষয়, এই ম্যাচে কোচ কাকে মূল একাদশে বেছে নেন।

মরক্কো দারুণ ফুটবল খেলছে। সহজে ছেড়ে দেবে না পর্তুগালকে তারা। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠে এসেছে তারা। তা ছাড়া নকআউটে স্পেনের মতো দলকে হারিয়ে কোয়ার্টারে উঠে আসে তারা। এই ম্যাচটিও হবে সমানে সমান লড়াই।