advertisement
advertisement
advertisement

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১১:১৪ পিএম
advertisement

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ। পাশাপাশি সার্বক্ষণিক সদস্য ও নতুন পাঁচ অবৈতনিক সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বৃহস্পতিবার এ নিয়োগ দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

advertisement

নতুন চেয়ারম্যান হিসেবে কামাল উদ্দিন আহমেদ নাছিমা বেগমের স্থলাভিষিক্ত হলেন। কামাল

উদ্দিন আগের মেয়াদে কমিশনের সার্বক্ষিণক সদস্য ছিলেন। নতুন চেয়ারম্যান হিসেবে তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

advertisement

নতুন সার্বক্ষণিক সদস্য হয়েছেন সাবেক সচিব মো. সেলিম রেজা। কমিশনের নতুন পাঁচ অবৈতনিক সদস্য হলেন- সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, খাগড়াছড়ি চেম্বার্স অব কমার্সের সভাপতি কংজুরি চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বিজৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক ও সুপ্রিমকোর্টের আইনজীবী কাওসার আহমেদ।