advertisement
advertisement
advertisement

বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২ ০৮:৫৭ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
advertisement

বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে লিওনেল মেসিদের নিয়ে উন্মাদনা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এ উন্মাদনা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে। বিশ্বকাপের মধ্যেই আর্জন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি জানতে পারেন বিষয়টা। সেদিনই ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।  

বিশ্বকাপ শেষে আবার আলোচনায় বাংলাদেশ। ৩৬ বছরের খরা কাটিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা জিতলে বাংলাদেশের মানুষ বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের এই সমর্থন নজরে এসেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনেরও। বিশ্বকাপ জয়ের পরদিনই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

advertisement

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর সোমবার কয়েকটি দেশকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। সেখানে বাংলাদেশের পাশাপাশি কেরালাসহ সমগ্র ভারত এবং পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নাম।

টুইটারে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করে তারা লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত এবং পাকিস্তান। তোমাদের সমর্থন অসাধারণ ছিল।’

advertisement