টুইটার কেনার পর থেকেই ব্লুটিক নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে কয়েক দিন আগে কিছু সমস্যার জন্য এই ফিচার সরিয়ে নিয়েছিল টুইটার। সম্প্রতি আবার ফিচারটি চালু হয়েছে। সঙ্গে এসেছে নতুন গোল্ডেন টিক ফিচার। এখন থেকে বিজনেস অ্যাকাউন্টের অফিশিয়াল লেবেলের বদলে গোল্ডেন টিক দেখানো হবে। টুইটার জানিয়েছে, গোল্ডেন চেকমার্কের মাধ্যমে সেটা একটি অফিশিয়াল বিজনেস অ্যাকাউন্ট তা বুঝানো হবে। তবে সব অ্যাকাউন্ট থেকে ব্লুটিক সরিয়ে গোল্ড চেকমার্ক দেওয়া হয়নি। এখনো কিছু অ্যাকাউন্টে ব্লুটিক দেখা যাবে। টুইটার আরও জানিয়েছে- ব্লুটিকের ২টি অর্থ হতে পারে। প্রথমত টুইটারের পুরনো নিয়মে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে ব্লুটিক দেখানো হবে। অথবা নতুন টুইটার ব্লু সাবস্ক্রিপশন অ্যাকটিভ থাকলেও দেখানো হবে ব্লুটিক। খুব তাড়াতাড়ি গ্রে চেকমার্ক নিয়ে আসছে টুইটার। সরকারি ও মাল্টিলেটারাল অ্যাকাউন্টে গ্রে টিক ব্যবহার হবে।