বাংলাদেশের বিপক্ষে প্রথমবার পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী ১২ মার্চ ঢাকায় এসে পৌঁছবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। গতকাল সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে, সমানসংখ্যক টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা।
ঢাকায় পৌঁছানোর পর ১৫ মার্চ প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো ঠিক হয়নি। ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজ। বাকি দুটি ম্যাচ ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।
এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে। একমাত্র টেস্ট ম্যাচটি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল শুরু হবে। - ক্রীড়া প্রতিবেদক