যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণবার জব্দ করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর মুসলিম হোটেলের সামনে চোরাকারবারিদের ধাওয়া করে স্বর্ণের এ চালানটি জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে ফেনসিডিল পাচার হয়ে আসছে। ওই সংবাদের ভিত্তিতে সীমান্তের সাদিপুর সড়কে অভিযান চালালে দুজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করা হয়। এ সময় তারা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে প্যাকেটটি উদ্ধার করে এর মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬২ গ্রাম। এগুলোর বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। সম্ভবত স্বর্ণবারগুলো ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।