অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার শুবমান গিলের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত। ইন্দোরে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাই হয় উড়ন্ত। দুই ওপেনারের সেঞ্চুরিতে উদ্ধোধনী জুটিতে ২২৬ রান তোলে ভারত। রোহিত ৮৫ বলে ১০১ রান করে ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে ফিরে যান। এটি রোহিতের ৩০তম শতক আর ২০২০ সালের পর প্রথম। সেঞ্চুরি তুলে নেন গিলও। গিল করেন ৭৮ বলে ১১২ রান। এছাড়া হার্দিক পান্ডিয়ার ৫৪, বিরাট কোহলির ৩৬ ও শারদুল ঠাকুরের ২৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি ৩টি করে উইকেট নেন। যদিও ডাফি তার বোলিং কোটায় ১০০ রান দিয়েছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে জিতে সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত।