নড়াইলে নাশকতা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ ৪২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা। এদের মধ্যে নড়াইল সদর উপজেলার ২৯ জন এবং লোহাগড়া উপজেলার ১৩ জন নেতাকর্মী রয়েছেন।
গতকাল মঙ্গলবার নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানার নাশকতা মামলায় আরও ৪৬ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নড়াইল, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দায়ের হয়।