রাজধানীর পল্টনের দৈনিক বাংলা মোড়ে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, দৈনিক বাংলা মোড়ে সুরমা টাওয়ারের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আগুন লাগে। ওই ভবনে ‘দৈনিক আজকের সংবাদ’ নামের একটি পত্রিকার অফিস রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিট যাওয়ার আগেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় আগুন নিভে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পরিপূর্ণভাবে নির্বাপণ করেন।