advertisement
advertisement
advertisement

মেয়েদের স্বপ্নভঙ্গ

ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বিস্ফোরক ব্যাটিং করেছেন স্বর্ণা আক্তার। তার ব্যাটিংতাণ্ডবে ৬৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে জিতলেও দক্ষিণ আফ্রিকায় চলমান নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের সেমিফাইনাল খেলা হচ্ছে না লাল-সবুজদের। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ-১ থেকে শেষ চারে পৌঁছে গেছে ভারত ও অস্ট্রেলিয়ার কিশোরীরা।

সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেছেন রাবেয়া খান, মারুফ আক্তাররা। তাদের সামনে সুবিধা করতে পারেননি আরব আমিরাতের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রান তুলতে পারেন তারা। কেনি ৪৬ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। মাহিকা ১৭। এই দুই ব্যাটার ছাড়া বাকি কেউ দুই অঙ্কের ঘরে রান পাননি। রাবেয়া ৩ ও মারুফা ২ উইকেট নেন। জবাবে খেলতে নেমে দলীয় ২২ রানের মধ্যে মিষ্টি সাহা, আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। তবে একপাশ আগলে রেখে ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা। তিনে নেমে ১৬ বছর বয়সী ব্যাটার ১৯ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অবশ্য দলকে জয়ী করে তিনি মাঠ ছাড়তে পারেননি। একই ওভারে রাবেয়া (১৪) ও স্বর্ণা আউট হওয়ার পর দলকে জয়ী করে মাঠ ছাড়েন উন্নতি ও দিশা। ৯.১ ওভারে ৫ উইকেটে ৭৩ রান করে বাংলাদেশ।

advertisement

বিশ^কাপে দুর্দান্ত সূচনা ছিল বাংলাদেশের কিশোরীদের। গ্রুপপর্বে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রকে হারায় তারা। টানা তিন জয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে সুপার সিক্সে নাম লেখান দিশা বিশ^াসরা। তবে সুপার সিক্সের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে হোঁচট খেতে হয় তাদের। গত ২১ জানুয়ারি পচেফস্ট্রুমে প্রোটিয়া কিশোরীদের কাছে ৫ উইকেটে হারের তেতো স্বাদ পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও সেমিতে খেলার আশায় ছিলেন দিশা, স্বর্ণা, আফিয়ারা। এ জন্য সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচকে পাখির চোখ করেছিলেন তারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের আশা ছিল তাদের। তা হয়েছেও। তবে নেট রানরেটের কারণে শেষ চারে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তাদের। গ্রুপ-১ এ ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান। এই চারটি দলই তিনটি করে ম্যাচ জিতেছে। ভারতের নেট রানরেট +২.৮৪৪। অস্ট্রেলিয়ার +২.২১০। বাংলাদেশের +১.২১১। দক্ষিণ আফ্রিকার +০.৩৮৭।

advertisement