advertisement
advertisement
advertisement

সেমিতে জকোভিচ ও সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০৯:৫৫ এএম
সেমিফাইনালে ওঠার পর জকোভিচ -এএফপি
advertisement

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন পুরুষ এককের বিশে^র এক নম্বর তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ ও যুক্তরাষ্ট্রের টমি পল আর নারীদের এককে সেমি নিশ্চিত করেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা ও পোল্যান্ডের ম্যাগদা লিনেট।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় বুধবার পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রে রুবলেভ যা একটু ঘুরে দাঁড়ানোর আশা জাগান তৃতীয় সেটে, কিন্তু জকোভিচকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৬-১, ৬-২, ৬-৪ গেমে জিতে বছরের প্রথম এই গ্র্যান্ড সø্যামে রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে এগিয়ে যান তিনি। পুরুষ এককে রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড সø্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে একটি ট্রফি চাই জকোভিচের। এই অস্ট্রেলিয়ান ওপেনেই তা হয়ে যাওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে।

advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে টানা ৩৯ ম্যাচ জিতলেন জকোভিচ। চলতি আসরে এখনো পর্যন্ত কেবল একটি সেট হেরেছেন তিনি, দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকে। আর মেলবোর্ন পার্কে জিতলেন টানা ২৬ ম্যাচ।

পুরুষদের আরেক কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টমি পল হারিয়েছেন স্বদেশী বেন শিলটনকে। পল ৭-৬, ৬-৩, ৭-৫ ও ৬-৪ গেমে হারান শিলটনকে। সেমিতে তার প্রতিপক্ষ সাবিয়ার নোভাক জকোভিচ। ২৯ বারের চেষ্টায় কোনোদিন গ্র্যান্ড সøামের তৃতীয় রাউন্ড পেরোতে পারেননি ম্যাগদা লিনেট। সেই তিনি এবার সেমিফাইনালে জায়গা করে নিলেন! অস্ট্রেলিয়ান ওপেন স্বপ্নের মতোই লাগছে এই পোলিশের।

advertisement

শেষ আটে বিশ্বের চার নম্বর ক্যারোলিন গার্সিয়াকে হারান। ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাবে হারালেন বুধবার। সাবেক এক নম্বরের বিপক্ষে ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে লিনেট।

লিনেট পরের রাউন্ডে খেলবে বেলারুশিয়ান পঞ্চম বাছাই আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। প্রথমবার অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামেন সাবালেঙ্কা ও ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচ।