advertisement
advertisement
advertisement

পোল্যান্ডের কোচ হলেন সান্তোস

ক্রীড়া ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement

পোল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গত মাস পর্যন্ত পর্তুগালের দায়িত্ব পালন করা ফার্নান্দো সান্তোস।

মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে আনুষ্ঠানিকভাবে সান্তোস নিজের নিয়োগ সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে বলেছেন, ‘আজ থেকে আমি পোলিশ। এখানকার কোচ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

advertisement

৬৮ বছর বয়সী সান্তোস সিজেসল মিশিনিউইজের স্থলাভিষিক্ত হয়েছেন। গত মাসে কাতার বিশ^কাপে শেষ ষোলোর ম্যাচ থেকে পোল্যান্ডের বিদায়ের পর চাকরি হারান মিশিনিউইজ।