ডিসিদের প্রধানমন্ত্রীর
২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার ডলারে যেতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায় থেকে কাজ করতে হবে। সে ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পাশাপাশি তাদের সেই দায়িত্ব পালন করতে হবে।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সালমান এফ রহমান বলেন, ‘অনেকগুলো দেশ নিম্ন আয়
থেকে মধ্য আয়ের দেশে গ্রাজুয়েট করেছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলংকা ২০-২৫ বছর আগে গ্রাজুয়েট করেছে। তারা কিন্তু এরপর নেক্সট ধাপে যেতে পারেনি। আমরা এলডিসি হিসেবেও ওদের চেয়ে ভালো আছি।’ এলডিসি থেকে গ্রাজুয়েট হওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ হাতেগোনা কয়েকটি দেশ উন্নত দেশ হতে পেরেছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যে লক্ষ্যটা দিয়েছেন সেগুলো বস্তাবায়ন করতে হলে মাঠপর্যায় থেকে কাজ করতে হবে। ডিসিদের সেই দায়িত্ব পালন করতে হবে।’
বরিশালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ডিসিদের দেওয়া প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে সারাদেশে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল হয়ে গেছে। সেখানে অনেক জমি খালি পড়ে আছে। সবাই তার এলাকায় একটা অর্থনৈতিক অঞ্চল চায়। আমরা চাই যে কোথায় সেটা যথাযথ হবে। আমরা কৃষিজমিটা আর নষ্ট করতে চাই না।’