সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু দেশের নয়, গোটা বাঙালির গর্ব। তিনি ছিলেন আধুনিকতার জনক। পৃথিবীতে যখন প্রাচীন ধ্যান-ধারণায় পাশ্চাত্য জমিদারি রীতিনীতি প্রচলিত ছিল, কবি সেই জায়গা থেকে বেরিয়ে আধুনিকতা ও আধুনিক সমাজের প্রবর্তন ঘটিয়েছেন। প্রাচীন কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার ছিলেন মহাকবি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে সাগরদাঁড়ীতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মধুসূদন নামের কারণেই আজ এই সাগরদাঁড়ী বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মো. নাসির উদ্দিন, কাজী নাবিল আহমেদ, রণজিৎ কুমার রায়, মো. শাহিন চাকলাদার প্রমুখ। কেশবপুর (যশোর) প্রতিনিধি