বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বেঁচে থাকব। এখন যারা এমপি হয়েছেন, তারা অনেকেই এমপি হওয়ার যোগ্য নয়। আমার লেজ ধরার চেষ্টা কইরেন না। আমি কারোর লেজ ধরি না। গত মঙ্গলবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ১৯৭২ সালের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদতলে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন, বঙ্গবন্ধু মারা যাওয়াতে দেশের কার কী ক্ষতি হয়েছে, কার পরিবারের কী ক্ষতি হয়েছে তা জানি না। তবে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। জয় বাংলা একটাই। সেটি বিএনপি ও জাতীয় পার্টি হোক, সবারই হবেÑ জয় বাংলা। বঙ্গবন্ধু বললেনÑ জয় বাংলা আছে, জয় বাংলা থাকবে। বঙ্গববন্ধু ২৪ জানুয়ারি টাঙ্গাইলে এসে অস্ত্র জমা নিয়েছিলেন। অস্ত্র জমা দিলাম বিন্দুবাসিনী স্কুল মাঠে; অথচ এখানে কোনো চিহ্ন নেই। টাঙ্গাইলের ডাকবাংলাতে বঙ্গবন্ধু প্রথম এসেছিলেন। গত ১৩-১৪ বছরে বাংলাদেশে অনেক লুটপাট হয়েছে। কিন্তু সরকারি উদ্যোগে টাঙ্গাইলে কোনো মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র হয়নি। ষটাঙ্গাইল প্রতিনিধি