advertisement
advertisement
advertisement.

ডিসিদের যা বলেছে পাঁচ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১১:১৩ পিএম
advertisement..

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে ডিসিদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চায় জেলা প্রশাসকরা জাটকা নিধন বন্ধে আরও বেশি মোবাইল কোর্ট করা হোক। উপাত্ত সুরক্ষা আইন করার কথা জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমিকর নেওয়ার ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বিদেশে শ্রমিক পাঠানোর দালালচক্রের ব্যাপারে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় ও সমাপনী দিনে নিজ নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

advertisement

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের নদীতীরের বাঁধগুলো টেকসই হয় না। যে কারণে এ বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে জাটকা ও মা মাছ নিধন বন্ধে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

বিভিন্ন ধরনের সেবা দেওয়ার সময় মানুষের যেসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, সেগুলোকে সুরক্ষা দিতে শিগগিরই উপাত্ত সুরক্ষা

আইন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আইনটি বাস্তবায়ন হলে দেখা যাবে যে অন্যান্য দেশও আমাদের অনুসরণ করছে। তবে সোশ্যাল মিডিয়া বা প্রেস মিডিয়ার সঙ্গে উপাত্ত সুরক্ষা আইনের কোনো সম্পর্ক নেই বলেও জানান পলক।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের ভূমি কর এখন অনলাইন করা হয়েছে। তবে বর্তমানে এটি ম্যানুয়ালিও আছে। আমি বলেছি, আগামী পহেলা বৈশাখ থেকে ম্যানুয়াল পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দেব। শতভাগ অনলাইন করা হবে ভূমিকর। এটি খুবই স্পষ্ট। ম্যানুয়ালের আর কোনো সুযোগ থাকবে না।

এবারের ডিসি সম্মেলনে খাসজমি কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের ব্যাপারে প্রস্তাবনা এসেছে। এ জন্য ডিসিরা বাজেটও চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজেটটা তাদের দেওয়া হয়; কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে সচিব সেটি দেখে বুঝে সাপোর্ট দেন। আমাদের কি পরিমাণ খাসজমি তা ল্যান্ড ডেটায় আপডেট হচ্ছে। ল্যান্ড ডেটা ব্যাংকে জমা হচ্ছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা হয়েছে, তাদের জেলার খাসজমি যেন বেশি করে রিকভার করতে পারেন। কারণ আমাদের খাসজমিগুলো অনেকভাবে বেহাত হয়ে পড়ে আছে।

বিদেশে কর্মী প্রেরণের দালালচক্রের ব্যাপারে জেলা প্রশাসকসহ সবাইকে কাজ করার আহ্বান জা?নি?য়ে?ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

ইমরান আহমদ ব?লেন, ডিসিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। মোটা দাগে আমরা তাদের বললাম, সচেতনতা আমাদের মূল। আমি ডিসিদের বললাম, আপনারা প্রবাসীদের বিভিন্ন বিষয়ের দিকে একটু নজর দিন। দালালচক্রের ব্যাপারে সবাই?কে কাজ কর?তে ব?লে?ছি।

প্রবাসী?দের আয় ক?মে যাওয়া প্রস?ঙ্গে ইমরান আহমদ ব?লেন, প্রবাসী আয় কমে গেছে। কারণ ১০-১১ বছর আগে সে প্রবাসে যে খরচ করত, সেটি কী এখনো এক আছে। সারাবিশ্বে যেহেতু একটা কারেন্সি সংকট চলছে, তাই আমরা ব্যথা একটু বেশি অনুভব করছি।

মালয়ে?শিয়ার শ্রমবাজার নি?য়ে আরেক প্রশ্নের জবা?বে মন্ত্রী ব?লেন, মাল?য়ে?শিয়ার মন্ত্রী আস?বেন। দে?খি, এটি নি?য়ে কী করা যায়।