advertisement
advertisement
advertisement.

অর্থনৈতিক অঞ্চল
তিন কোম্পানিকে ২৩ একর জমি বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১১:১৩ পিএম
advertisement..

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৩ একর জমি বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে জমি পেয়েছে দুটি কোম্পানি। আর জামালপুর অর্থনৈতিক অঞ্চলে জমি পেয়েছে সরকারি প্রতিষ্ঠান সোয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেজা। সোয়ান ইন্টারন্যাশনাল জমি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে। তাদের প্রাপ্ত মোট জমির পরিমাণ ১০ একর। এই জমিতে তারা টায়ার তৈরির কারখানা স্থাপন করবে।

advertisement

এতে প্রায় ১৩ দশমিক ১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। আর কর্মসংস্থান হবে প্রায় এক হাজার মানুষের। জমিতে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, ডরমিটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণকেন্দ্র ও সবুজায়ন করা হবে।

পিনাকেল বাইসাইকেল-পিনাকেল বাইসাইকেল সম্রাট কোল্ডস্টোরেজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রতিষ্ঠানটি ৮ একর জমিতে বাইসাইকেল উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে প্রায় ২১ দশমিক ৯৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এক হাজার মানুষের। বিটাক-জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তাকেন্দ্রকে (বিটাক)।

জমি হস্তান্তর সভায় সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ

বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আলী আহসান। অপরদিকে সোয়ান ইন্টারন্যাশনালের পক্ষে মো. আমজাদ খান, পিনাকেল বাইসাইকেলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ইখতিয়ার খান এবং বিটাক-এর পক্ষে মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।