বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা আন্নু কাপুর।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আন্নু কাপুরের ম্যানেজার শচীন জানান, আপাতত কিছু দিন হাসপাতালেই রাখা হবে অভিনেতাকে।
১৯৫৬ সালের ২০ ফেব্রুয়ারি ভোপালে জন্মগ্রহণ করেন আন্নু কাপুর। তার বাবা মদনলাল কাপুর ছিলেন পাঞ্জাবি। মা কমলা ছিলেন বাঙালি। মদনলাল কাপুর একটি পার্সি থিয়েটার কোম্পানি চালাতেন যার জন্যে শহর থেকে শহরে ঘুরে রাস্তার পারফর্ম করতে হত। অভিনেতার মা ছিলেন একজন কবি।
এ ছাড়াও তিনি শাস্ত্রীয় নৃত্য পছন্দ করতেন। আন্নুর পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। অভাব-অনটনের কারণে পড়াশোনা করতে পারেননি তিনি। ছোটবেলায় বাবার থিয়েটার কোম্পানিতে যোগ দেন আন্নু। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হয়ে সেখানে অভিনয় শিখেছেন।
আন্নুর ভাগ্য বদলে যায় যখন মাত্র ২২-২৩ বছর বয়সে তিনি একটি নাটকে ৭০ বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন। এটি দেখতে গিয়েছিলেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। তিনি আন্নুর অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে প্রশংসা করে তাকে একটি চিঠি পাঠান। এরপর আন্নুকে নিজের বাড়িতে দেখা করতে ডেকেছিলেন শ্যাম বেনেগাল।
১৯৭৯ সালে কর্মজীবন শুরু করেন আন্নু কাপুর। তিনি মঞ্চশিল্পী হিসেবে দর্শকদের সামনে আসেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু সিনেমায় কাজ করেছেন। ‘মিস্টার ইণ্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’-সহ একাধিক সিনেমা তার ঝুলিতে। শুধু তাই নয়, অনেক টিভি সিরিয়ালেও কাজ করেছেন তিনি। ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য আন্নু ফিল্মফেয়ার ও জাতীয় পুরস্কার পেয়েছেন। বর্তমানে, রেডিও চ্যানেলে তার শো ‘সুহানা সাফার উইথ আন্নু কাপুর’ খুব জনপ্রিয়।