বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেছেন, একত্রিত হওয়া আঞ্চলিকতা নয়, শিকড়ে ফিরে আসা। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট এই সাংবাদিক ও কলামিস্ট এ মন্তব্য করেন।
গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলে সংগঠনের সভাপতি বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক উদয় হাকিম।
সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাকিলা পারভীন, সাজ্জাদ হোসেন, আব্দুল মজিদ,খায়রুল আলম, গোলাম মাওলা,আবদুস সেলিম, লতিফুল বারী হামীম, জীবন ইসলাম, তানজিল রিমন প্রমুখ ।
জেলা সমিতির নেতাদের মধ্যে বক্তব্য দেন রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, খান মুহাম্মদ সালেক, সৌরভ জাহাঙ্গীর, নুরুল হাসান খান, হকিকত জাহান হকি, মুহাম্মদ শাহজাদা, এরফানুল হক নাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য জুলহাস আলম ও সীমান্ত খোকনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ ছাড়া অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত ব্যবস্থাপনা কমিটির বিজয়ী সদস্য শাহনাজ সিদ্দিকী সোমাকেও ফুলেল শুভেচছা জানানো হয়। নেতারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ময়মনসিংহ মানেই ব্যতিক্রম, অনুকরণীয়। তারা সবাই এ রকম একটি আয়োজনের ভূয়সী প্রংসা করেন।
সমিতির সাধারণ সম্পাদক উদয় হাকিম সম্মেলনে আগামী দিনের জন্য গৃহীত বেশ কিছু কর্মসূচির উল্লেখ করেন।