advertisement
advertisement
advertisement

মেয়র রেজাউল করিম চৌধুরী
পরিবেশ রক্ষায় কাজ করছে চসিক

চট্টগ্রাম ব্যুরো
৩০ জানুয়ারি ২০২৩ ১০:৫০ পিএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১০:৫০ পিএম
গাছের চারা তুলে দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। ছবি: আমাদের সময়
advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ হুমকির মুখে। এ অবস্থায় প্রকৃতিকে রক্ষা করতে পারে মানুষের সচেতনতা ও  দায়িত্ববোধ। এ নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশন কাজ করছে। এক্ষেত্রে এ্যাডভিশনের মতো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোও পরিবেশরক্ষায় প্রত্যক্ষভাবে নানা সামাজিক কাজে নাগরিক সচেতনতা তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটাকে পরিবেশরক্ষার আন্দোলনের প্রতিকৃৎও বলা যায়।’

আজ সোমবার বিকেলে চট্টগ্রামের পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাডভিশন বাংলাদেশের ১৫ বছর পূর্তির আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ্যাডভিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

advertisement

সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সারোয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। আলোচনা সভা শেষে সংগঠনের ১৫ বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চসিকের প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী রানা, পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের প্রমুখ।

advertisement

সভায় বক্তারা বলেন, ক্রমাগত যে হারে চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় ঘটছে তাতে মানুষ সচেতন না হলে সামনে বিরাট বিপর্যয় আসতে পারে। তাই সবাইকে নাগরিক দায়িত্ববোধ মনে করে পরিবেশরক্ষায় এগিয়ে আসতে হবে।