মালয়েশিয়ায় সম্প্রতি সেলাঙ্গরের ক্ল্যাংয়ে পৃথক চারটি অভিযানে জাল ভিসা বানানোর অপরাধে একটি সিন্ডিকেটের পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির স্থানীয় পত্রিকা দা সান ডেইলি তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ জানিয়েছে, আটক সিন্ডিকেটটি বিদেশিদের টার্গেট করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। দেশটিতে যে সকল প্রবাসীদের বৈধ ভিসা নেই তাদের অবৈধ ভিসা দিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য পাঠাত। সিন্ডিকেটটি প্রত্যেকের কাছ থেকে ভিসা প্রতি ৫-৬ হাজার রিঙ্গিত চার্জ করত।
অভিযানের সময়, পাঁচজন বাংলাদেশিসহ ছয় পুরুষ ও একজন স্থানীয় মহিলাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন। অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ৬২টি পাসপোর্ট, ১৭টি জাল বাংলাদেশের পাসপোর্ট, ১৩টি জাল পিএলকেএস, নগদ ২ লাখ ৩৪ হাজার রিঙ্গিত এবং একটি টয়োটা হিলাক্স গাড়ি।
আটককৃতদের মালয়েশিয়ার পাসপোর্ট আইন, ইমিগ্রেশন আইন এবং এন্টি-মানিলন্ডারিং, অ্যান্টি-টেরোরিজম ফাইন্যান্সিং এবং বেআইনি কার্যকলাপ আইনের অধীনে মামলার প্রস্তুতি চলছে।