advertisement
advertisement
advertisement

‘ইস, তুই কী নোংরা’

বিনোদন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮ এএম | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫১ পিএম
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। ছবি: সংগৃহীত
advertisement

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরার বন্ধুত্ব টলিপাড়ায় অনেক পুরনো। সিনেমার ফ্লোর ছাড়াও সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে তাদের সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হয়েছে। ক্যামেরার পেছনে তাদের কথোপকথন দেখলে সেই আভাস পাওয়া যায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজ়ন শুরু হয়েছে। সেখানে তাদের একসঙ্গে দেখা যাবে।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেই দেখা গেল এক অন্য দৃশ্য। সারা গালে চিজ় মেখে খাবার খাচ্ছেন অঙ্কুশ। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শুভশ্রী। সেই পোস্টে নায়িকা অঙ্কুশকে বলছেন, “ইস, এই ভাবে কেন খাচ্ছিস? এত নোংরা কেন তুই?”

advertisement

টলিউডের নায়ককে এই ভাবে আগে হয়তো কখননো দেখেননি। অঙ্কুশও অবশ্য একটুও লজ্জিত নন। উল্টে শুভশ্রীকে অঙ্কুশের উত্তর দিয়েছেন, “তুই মুখটা মুছিয়ে দে না আমার।”

সত্যি হয়তো অঙ্কুশের মুখ মুছে দেননি নায়িকা। কিন্তু এই ভিডিও দেখলেই টের পাবেন, দুজনের সম্পর্ক কতটা সহজ এবং বন্ধুত্বপূর্ণ।

advertisement

সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাবা যাদব পরিচালিত একটি ছবিতে একসঙ্গে জুটি বেধেছেন অঙ্কুশ এবং শুভশ্রী। সেই ছবি মুক্তির অপেক্ষায়। এ ছাড়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে নাচের এই রিয়্যালিটি শো। যেখানে বিচারকের আসনে দেখা যাবে শুভশ্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনি রায়কে। সঞ্চালকের ভূমিকায় থাকছেন অঙ্কুশ।