advertisement
advertisement
advertisement

পাকিস্তানে মুদ্রাস্ফীতি ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪০ এএম | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৪ পিএম
পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর চার্ট
advertisement

পাকিস্তানে চলতি মাসে মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশ, যা ১৯৭৫ সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ। গতকাল বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান ব্যুরো আরও জানায়, চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এর ফলে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে।

advertisement

বিশ্বের পঞ্চম বৃহত্তর জনসংখ্যগোষ্ঠীর দেশ পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে এখন তিন দশমিক সাত বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে, যা দিয়ে কেবল তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বর্তমানে তারল্য সংকটের কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার পণ্য নিয়ে আটকা পড়ে আছে।

কালোবাজারে মার্কিন ডলারের দামের লাগাম টেনে ধরতে বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছিল সরকার। এর ফলে রেকর্ড নিম্নে নেমে যায় রুপির দর। কৃত্রিমভাবে বাড়ানো হয় সস্তা পেট্রোলের দামও। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ আমদানি ছাড়া অন্য কোনো পণ্যের জন্য এলসির অনুমতি দিচ্ছে না।

advertisement

অপরদিকে আমদানি বন্ধ থাকায় এবং রুপির ব্যাপক অবমূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পখাত। সরকারি নির্মাণ প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে। থমকে আছে টেক্সটাইল কারখানাগুলো। এ ছাড়াও দেশটিতে ধীর হয়ে গেছে অভ্যন্তরীণ বিনিয়োগ।

করাচিতে জাফর ইকবাল নামে এক ব্যক্তি বলেন, ‘সড়কে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, শ্রমিকের সংখ্যা কমেছে। মুদ্রাস্ফীতি এত বেড়েছে যে, খাদ্যপণ্য কেনার মতো অর্থ হাতে থাকছে না।’