advertisement
advertisement
advertisement

তালিবানি শিক্ষানীতির প্রতিবাদ করা সেই শিক্ষককে প্রকাশ্যে মারধর

অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৪ এএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২ এএম
ইসমাইল মাসাল
advertisement

আফগান নারীদের বিষয়ে তালিবানি শিক্ষানীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কাবুলের এক অধ্যাপক। তাকে জনগণের সামনে শাস্তি দিল তালিবান সরকার। প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাবুলের ওই অধ্যাপকের নাম ইসমাইল মাসাল। সাংবাদিকতা নিয়ে কাবুলের বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি। তাকে টেনে-হিঁচড়ে অসম্মানজনকভাবে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আর অধ্যাপকের খোঁজ মিলছে না।

advertisement

তালিবান সরকারের শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে নিজের উচ্চশিক্ষার সার্টিফিকেট ছিড়েছিলেন মাসাল। অধ্যাপক মাসালকে সেই দুঃসাহসেরই জবাব দেওয়া হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

তালিবান সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল হক হামাদ টুইট করে জানিয়েছেন, শিক্ষক মাসাল গত কিছু দিন ধরেই সরকারের বিরোধিতা করে উস্কানিমূলক কাজ করছেন। তাই তদন্তের সুবিধার জন্য তাকে আটক করা হয়েছে। যদিও তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি হামাদ।

advertisement