advertisement
advertisement
advertisement

২১ মাসের জন্য নির্বাসিত ভারতীয় জিমন্যাস্ট দীপা, কারণ কী?

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০২ পিএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৫ পিএম
দীপা কর্মকার
advertisement

নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে ২১ মাসের জন্য নির্বাসনে পাঠাল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি। গতকাল শুক্রবার সংস্থাটি তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত এই নির্বাসন কার্যকর থাকবে।

আইটিএ জানিয়েছে, দীপার শরীরে হাইজিনামিন নামের একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে। ২০২১ সালে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক (এফআইজি) নামের একটি সংস্থা দীপার শরীরে এই নিষিদ্ধ পদার্থ পেয়েছিল। তারপরেই ২০২১ সালের ১১ অক্টোবর থেকে নির্বাসিত করা হয় দীপাকে।

advertisement

পরে আইটিএ দীপার নমুনা পরীক্ষা করেছে। সেখানেও দীপার নমুনায় হাইজিনামিন পেয়েছে তারা। এই পদার্থ ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।

ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আরও জানিয়েছে, ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনের শাস্তি কাটিয়েছেন দীপা। তাই তাকে আর পাঁচ মাস শাস্তি কাটাতে হবে। তবে তার মধ্যেই আশার আলো বাঙালি জিমন্যাস্টের জন্য। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগে তার নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় সেই প্রতিযোগিতায় অংশ নিতে কোনও সমস্যা হবে না দীপার।

advertisement

রিও-তে দীপা প্রদুনোভা ভল্ট দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সিমোনে বাইলস, মারিয়া পাসেকা এবং গিউলিয়া স্টিনরবারের মতো সেরা জিমন্যাস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই করেছিলেন এবং ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন।

উল্লেখ্য, দীপা গ্লাসগোতে ২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে পদক পেয়েছিলেন তিনি। তিনি এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন এবং ২০১৫ ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেছিলেন।