advertisement
advertisement
advertisement

আবেগঘন পোস্টে মেয়ের বিয়ে নিয়ে যা লিখলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১৯ পিএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
advertisement

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন জাতীয় দলের বর্তমান তারকা শাহীন আফ্রিদি। করাচিতে শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে শাহিনের বিয়ে সম্পন্ন হয়।

বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

advertisement

অতিথিদের মধ্যে অনুষ্ঠানে ছিলেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম, সীমিত ওভার ক্রিকেটের সহ-অধিনায়ক শাদাব খান, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ থেকে বিপিএল খেলে যাওয়া পেসার নাসিম শাহও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে নিজের ভক্ত ও জাতীয় দলের উত্তরসূরী শাহীনের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার পর আবেগঘন পোস্ট করেছেন শহীদ আফ্রিদি। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

advertisement

শহিদ আফ্রিদি টুইটারে লিখেন, ‘মেয়ে হলো বাগানের সবচেয়ে সুন্দর ফুল। কারণ তারা আশীর্বাদের সঙ্গে ফুটে। মেয়ে এমন একজন যার সঙ্গে আপনি হাসেন, স্বপ্ন দেখেন, এবং হৃদয় নিংড়ে ভালোবাসেন। অভিভাবক হিসাবে আমি আমার কন্যার বিয়ে দিয়েছি শাহিন শাহ আফ্রিদির সঙ্গে। তাদের দুজনকে অভিনন্দন।’