advertisement
advertisement
advertisement

ফ্ল্যাটে পড়ে ছিল সংগীতশিল্পীর মরদেহ

বিনোদন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২১ পিএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২২ পিএম
ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী বাণী জয়রাম
advertisement

ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বাণী জয়রামের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এরই মধ্যে ঘটনাস্থলে গেছে চেন্নাই পুলিশের থাউসেন্ড লাইটস থানার কর্মকর্তারা।

advertisement

বাণী জয়রামের বয়স হয়েছিল ৭৮ বছর। ১০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। গত জানুয়ারিতে ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসেবে পরিচিত এই গায়িকাকে। প্রজাতন্ত্র দিবসের দিন দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ঝুলিতে আসে তার।

এই শিল্পীর জন্ম তামিলনাড়ুর ভেলোরে এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। সংগীত তার রক্তে, ছোট থেকেই শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন। মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন। পরে কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণিয়ান এবং আর এস মণির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটকী সংগীতের প্রশিক্ষণ নেন।

advertisement