আগামীকাল রোববার মণিপুরের ইম্ফলে একটি ফ্যাশন শোতে উপস্থিত থাকার কথা সানি লিওনের। সেই অনুষ্ঠানের মাত্র একদিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফল। এই ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা সেই অঞ্চলের কাছেই এই বিস্ফোরণ ঘটেছে আজ শনিবার। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তানের টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই বিস্ফোরণের ঘটনাটি হাত্তা কাংজেইবুং এলাকায় ঘটেছে। এটি ইম্ফলে অবস্থিত। যদিও কীভাবে এই বিস্ফোরণ ঘটলো তা এখনো জানা যায়নি। কোনো এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল নাকি গ্রেনেড থেকে এমন ঘটনা ঘটল সেটা এখনো জানা যায়নি। আগামীকাল সানি লিওনের যাওয়ার কথা যে স্থানে তার ঠিক ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে।
কোটেশন গ্যাং নামক একটি ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত আছেন সানি লিওন। এই ছবির শ্যুটিং করতে গিয়েই কিছুদিন আগে চোট পেয়েছিলেন অভিনেত্রী। সেটারই ভিডিও বানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন তিনি।