বরফের নতুন একটি ধরন উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা, যার ঘনত্ব পানির কাছাকাছি। খুবই নিম্নতাপমাত্রায় একটি পাত্রে বরফ ও ধাতব বলের সংঘর্ষ ঘটিয়ে এ বরফ বানিয়েছেন তারা। খবর ন্যাচার সাময়িকীর। বিজ্ঞানীরা বলছেন, সাদা রঙের দানাদার এ বরফে যেসব উপাদান পাওয়া গেছে, তা এর আগে আর কোনো বরফে পাওয়া যায়নি। এর কাঠামো অনেকটাই ‘এলোমেলো’। সাধারণ বরফের অণুগুলো যেমন সুবিন্যস্ত থাকে, এ বরফে তেমনটা থাকে না। এর অণুগুলো পানির মতো অগোছালো থাকে।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। তারা জানান, প্রথমে একটি পাত্রে সাধারণ বরফের কিছু টুকরা নেওয়া হয়েছিল। সঙ্গে ছিল স্টিলের তৈরি কয়েকটি বল। এরপর পাত্রটি মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে রেখে ঝাঁকানো হয়। প্রতি সেকেন্ডে ঝাঁকানো হয় ২০ বার। এরপর ওই পাত্রে নতুন ধরনের বরফের সন্ধান পাওয়া যায়।
গবেষণাটি করা হয়েছে একেবারে কৌতূহলের বশে। গবেষক দলের সদস্য ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভৌত রসায়ন বিভাগের অধ্যাপক ক্রিস্টোফ সাজমান বলেন, ‘বরফগুলো গুঁড়ো হওয়া ছাড়া আর কিছুই ঘটার কথা ছিল না। কিন্তু ভিন্ন রকম কিছু একটা দেখে আমরা অবাক হয়ে যাই। বরফের সাদা গুঁড়া পরীক্ষা করে দেখতে পাই, এর আণবিক গঠন একেবারে অগোছালো।’