রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই কামাল হোসেন ও তার স্ত্রী স্বর্ণলতাকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই উজ্জল। রক্তাক্ত আহত অবস্থায় কামাল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার মোগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্বর্ণলতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত স্বর্ণলতা জানান, তার দেবর মাহমুদুল হাসান তাদের মালিকানাধীন বাড়িতে উজ্জলের পাওনা জায়গা থেকে বেশি পরিমাণ জায়গা দখল করে পাকাবাড়ি নির্মাণ শুরু করে এবং তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে বাধা দেওয়ায় উজ্জল ও তার সহযোগী আনোয়ার হোসেন, আল আমিন মিলে কামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় ভাবি স্বর্ণলতা এগিয়ে এলে তারা তাকেও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় উজ্জল ও তার লোকেরা কামালের পকেটে থাকা ৩৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় বলে স্বর্ণলতা দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচারজ (ওসি) এএফএম সায়েদ বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।