দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের প্রভাবশালী মহলের জবরদখলে থাকা দুই একর খাসজমি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানের নেতৃত্বে ওই ইউনিয়নের রামনগর গ্রামের কুমুদগঞ্জ এলাকার এ জমি দখলমুক্ত করে লাল পতাকাবাহী নিশান টানিয়ে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপদেষ্টার নির্দেশক্রমে সরকারের খাসজমি উদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, বিরিশিরি ইউপি সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার তালুকদার প্রমুখ। ষদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি