advertisement
advertisement
advertisement.

জামালপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৫ এএম
advertisement..

কবরস্থানের কবর খুঁড়ে একে একে প্রায় সবগুলো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এখন বাকি আছে আর মাত্র দুটি কবর। এমন ঘটনা ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর গ্রামের একটি কবরস্থানে। কবরস্থানটিতে পালাক্রমে পাহারা দিয়েও কোনো সুফল পায়নি স্থানীয়রা। এদিকে সঠিক ধারণা না থাকায় আইনি প্রক্রিয়ায় যেতে পারছেন না ইদিলপুরবাসী।

স্থানীয়রা জানায়, প্রায় শত বছর আগে ৯০ শতাংশ জমির ওপর কবরস্থানটি নির্মাণ করে ইদিলপুর গ্রামবাসী। গত এক মাসে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে ১২টি। গত দুই বছরে এমন চুরির সংখ্যা শতাধিক বলছেন স্থানীয়রা। কঙ্কাল চুরির এমন ঘটনায় আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। ইদিলপুর গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাবা আব্দুল আজিজ বার্ধক্যজনিত কারণে মারা যান দেড় বছর আগে। বাবাকে বাড়ির কাছে ইদিলপুর কবরস্থানে সমাহিত করেছিলেন তিনি। গত এক মাস আগে রাতে তার বাবার কবর খুঁড়ে কঙ্কালটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। সেই থেকে শোকাহত আব্দুল হাকিম। ইদিলপুর গ্রামের সত্তরোর্ধ্ব ইয়াছিন আলী বলেন, সারারাতই লোক চলাচল করে। তবু কঙ্কাল চুরি হচ্ছে।

advertisement

ইদিলপুর গ্রামের আল আমিন হাসান রিয়াজ বলেন, যারা এই জঘন্য অপরাধ করছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। ঘোড়াধাপ ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির সঙ্গে বড় একটি সিন্ডিকেট জড়িত রয়েছে। এটা থেকে উত্তরণ পেতে হলে অবশ্যই সামাজিক বন্ধন লাগবে।

এ বিষযে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. তোফাজ্জল হোসেন বলেন, এসব বিষয়ে গ্রামবাসী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তবু আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। অপরাধীদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।