তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকায় চাষ হচ্ছে বিদেশি সবজি স্কোয়াশের। এতে ব্যাপক সাফল্য পাচ্ছে চাষিরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর থেকে বাংলাদেশে এ সবজি চাষ হচ্ছে। এটি দেখতে অনেকটা শসার মতো কিন্তু আকার-আকৃতি একটা বড় মিষ্টিকুমড়ার সমান। বারি স্কোয়াশ-১ একটি উচ্চ ফলনশীল জাত। পরাগায়নের পর থেকে মাত্র ১৫-১৬ দিনেই ফল সংগ্রহ করা যায়। নলাকার গাঢ় সবুজ বর্ণের এই ফল। গড় প্রতিটির ওজন ১ কেজি। এ জাতের জীবনকাল ৮০-৯০ দিন।
কৃষি কর্মকর্তারা জানান, স্কোয়াশ চাষের জন্য বেলে-দোআঁশ মাটি বেশ উপযুক্ত। বসতবাড়ি ও উঁচু জমিতে এর আবাদ সম্ভব। শীতকালীন চাষাবাদের জন্য অক্টোবর-নভেম্বর মাসে বীজ বপন করা হয়। রোপণের ৩০-৩৫ দিনের মধ্যে গাছে ফুল আসে। ফল আসা থেকে মাসাধিককাল ফল পাওয়া যায়।
কৃষি উপসহকারী কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, এই প্রথম পাটকেলঘাটার সরুলিয়া ও আচিমতলা গ্রামে দুটি প্লটে স্কোয়াশ চাষ করা হয়েছে। অচিনতলা গ্রামের কৃষক মোবারক আলী ২০ শতাংশ জমিতে চাষ করেছেন। প্রতি গাছে দুই থেকে তিনটি করে ফল এসেছে। এক সপ্তাহ পরেই সবজি তোলা যাবে। হেক্টরপ্রতি ৪০ টনের অধিক ফলন হয় বলে জানান এই কর্মকর্তা। মোবারক আলী জানান, কৃষি অফিসের পরামর্শে তিনি নতুন এই সবজি চাষে উদ্বুদ্ধ হয়েছেন। যেহেতু নতুন ফসল, বাজারে কত মূল্যে বিক্রি হবে তা তিনি জানাতে পারেননি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, তাদের অফিসের সহযোগিতায় দুজন কৃষককে স্কোয়াশ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে।