আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে মো. ইমাম হোসেন নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের আরিচাগামী লেনের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভালুকগড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মহাসড়কের পাশের একটি ডোবা থেকে লুঙ্গি এবং জ্যাকেট পরিহিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পিবিআইকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহের পরিচয় শনাক্ত করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে।