advertisement
advertisement
advertisement.

পাঁচ গ্রামের ভরসা নড়বড়ে সাঁকো

সজল হাওলাদার, বেতাগী (বরগুনা)
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৫ এএম
advertisement..

বেতাগীর উপজেলার বিবিচিনি ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে ভোগান্তি বাড়ছে সংশ্লিষ্ট গ্রামবাসীর।

বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়, ফুলতলা, দেশান্তরকাঠি, রানীপুর এবং পুটিয়াখালী গ্রামের প্রায় দশ হাজার মানুষ বাঁশের সাঁকোটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে এখানে সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু সেটি আশ^াসই থেকে গেছে। নিরুপায় এলাকাবাসী ১৬০ ফুট দীর্ঘ নড়বড়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করেছেন। এই সাঁকো দিয়ে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়িয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীপুর গড়িয়াবুনিয়া এহছাকিয়া আলিম মাদরাসা, ফুলতলা নুরুন্নেচ্ছা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় এবং পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থী যাতায়াত করে।

advertisement

দেশান্তরকাঠি গ্রামের কৃষক বেল্লাল হোসেন বলেন, বর্ষাকালে এসব এলাকার একমাত্র অবলম্বন নৌকা। তখন ¯ু‹লগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। একই গ্রামের বাসিন্দা ভবানী শংকর বলেন, দীর্ঘ এই বাঁশের সাঁকোটি পার হতে ভোগান্তির শিকার হতে হয়।