সিংড়ার নাগর নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার হাউরি উৎসব শুরু হয়েছে। গতকাল উপজেলার খরসতি এলাকায় এই উৎসবে অংশগ্রহণ করেন এলাকার প্রায় ১৫ গ্রামের মানুষ। চাকজাল দিয়ে মাছ ধরার উৎসব দেখতে নদের পাড়ে ভিড় জমায় সব বয়সের মানুষ। আগের মতো মাছ না থাকলেও জনতার মাঝে উৎসবের কমতি ছিল না। স্থানীয় তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, তার ইউনিয়নের এই নাগর নদে বাপ-দাদার আমল থেকেই এই উৎসব চলে আসছে।