ফিরতি ম্যাচেও রংপুর রাইডার্সের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে গতকাল মাশরাফিহীন সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর।
তৌহিদ হৃদয় (৫৭ বলে ৮৫*) ও মুশফিকুর রহিমের (৩৫ বলে ৫৫*) ফিফটিতে ২ উইকেটে ১৭০ রান করে সিলেট। ৫৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে হৃদয়-মুশফিক জুটি স্কোরকার্ডে ১১১* রান যোগ করেন। আর তাতেই লড়াকু সংগ্রহ পায় স্ট্রাইকার্স। তবে ম্যাচসেরা রনি তালুকদার (৩৫ বলে ৬৬) ও শোয়েব মালিকের (২৪ বলে ৪১*) ঝড়ো ব্যাটিংয়ে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। উদ্বোধনী জুটিতে ১০০ রান তোলেন নাঈম শেখ (৪৫) ও রনি। ১২৪ রানে ২ উইকেট হারানোর পর মালিক ও নুরুল হাসান দলকে জয়ী করে মাঠ ছাড়েন। হারলেও শীর্ষেই সিলেট। টানা পঞ্চম জয় পাওয়া রংপুর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে।