advertisement
advertisement
advertisement.

ভুটানের বিপক্ষে বড় জয় চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement..

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ ও ভুটান পরস্পরের মুখোমুখি হচ্ছে। দুদলের ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। এ ম্যাচে বড় জয় পেতে চায় বাংলাদেশের মেয়েরা। গত দুই ম্যাচে ১৬ গোল হজম করেছে ভুটান। ভারতের কাছে ১২-০ এবং নেপালের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে ড্র করলেই ফাইনালে উঠবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। তবে ড্র নয়, প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালের প্রস্তুতি সারতে চায় লাল সবুজের জার্সিধারীরা। মেয়েদের বয়সভিত্তিক সব ফুটবল টুর্নামেন্টে ভুটানকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। আজকের ম্যাচেও ভুটানকে হারানোর প্রত্যয় আফিদা, আকলিমাদের। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানীও আত্মবিশ^াসী। তিনি বলেন, ‘আমার কাছে সব দলই সমান শক্তিশালী। যেহেতু ভুটান আগের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। তাই আমরাও চাইব বড় জয়। তাই বলে আত্মতুষ্টিতে ভুগছি না। কারণ ফুটবলে জিততে হলে ৯০ মিনিট পর্যন্ত এক দম নিয়ে খেলতে হবে।’ গত ম্যাচে ভারতের বিপক্ষে মধ্যমাঠ এবং আক্রমণভাগে এলোমেলো ছিলেন মেয়েরা। গোলরক্ষক রুপনা অবিশ^াস্য কয়েকটি সেভ করে নজর কেড়েছেন। অবশ্য ভুটান ম্যাচের আগে কোচ ছোটনের বড় দুশ্চিন্তা ফরোয়ার্ড লাইন ঘিরে। তিনি বলেন, ‘আক্রমণভাগে আরেকটু গোছানো হতে হবে। আশা করি, ভুটানের বিপক্ষে ফরোয়ার্ডরা তাদের সেরাটা মেলে ধরবে।’ অপর দিকে ভুটান কোচ কারমা দেমা তো বাংলাদেশকে শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করেন। কমলাপুরের টার্ফে খেলে ভুটানের চার ফুটবলার চোটে পড়ায় ম্যাচের চেয়ে খেলোয়াড়দের নিয়েই বেশি ভাবতে হচ্ছে কোচ কারমাকে। দেমা জানান, ‘টুর্নামেন্ট তো শেষ আমাদের। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে। মানহীন টার্ফে খেলে আমার চার ফুটবলারের সাফ শেষ। প্রতিপক্ষ বাংলাদেশ অনেক শক্তিশালী। তাদের সঙ্গে ভালো খেলার চেষ্টা করব আমরা।’ অন্যদিকে আজ অপর ম্যাচে বিকাল ৩টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নেপাল। এ ম্যাচে যে জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট। আর ড্র হলে গোল পার্থ্যকে এগিয়ে থাকায় ভারত চলে যাবে ফাইনালে।

advertisement