advertisement
advertisement
advertisement.

শেষ ম্যাচেও নেই তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
এবারের বিপিএলটা দারুণ কাটছে তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সিলেট স্ট্রাইকার্সের দুই ব্যাটসম্যানের মধ্যে চলছে ব্যক্তিগত দ্বৈরথ -বিসিবি
advertisement..

বিপিএলের নবম আসরে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেছেন তাসকিন আহমেদ। বল হাতে বেশ ভালোই পারফরম্যান্স করেছেন এই পেসার। ৯ ম্যাচে ৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১০টি। সেরা বোলিং ফিগার ৪/৯। তবে তাসকিনের মতো নজর কাড়তে পারেনি তার দল। ১১ ম্যাচে হার ৮টি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান ঢাকার। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে রাজধানীর দলটি। আজ নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা। তবে শেষ ম্যাচেও খেলবেন না তাসকিন। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ঝুঁকিমুক্ত রাখতেই তাসকিনকে বিশ্রামে রাখা হয়েছে।

বিপিএলে তাসকিন সর্বশেষ ম্যাচটি খেলেছেন সিলেটে। ৩০ জানুয়ারি রংপুর রাইডার্স ম্যাচে ৩ ওভারে ১৪ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। এরপর ঢাকার হয়ে আর মাঠে নামা হয়নি তার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া এই পেসার গতকাল দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন করেননি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজে তাসকিনকে পেতে যেন কোনো সমস্যা না হয় সে কারণেই তাকে খেলা থেকে আমরা সরিয়ে রেখেছি।’ তার আশা, সপ্তাহখানেকের মধ্যে বোলিং শুরু করতে পারবেন তাসকিন।

advertisement