জামাল মুসিয়ালার নজর কাড়া গোলে বিতর্কিত অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক উল্ফসবার্গকে ৪-২ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। রবিবার অনুষ্ঠিত জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এটি ছিল ২০২৩ সালে লিগে বায়ার্নের প্রথম জয়। ম্যাচের কিছুটা বিতর্কেরও সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ বিলম্বের পর ভিএআর প্রযুক্তিতে পরখ করতে হয় উল্ফসবার্গের ইনজুরি টাইমের একটি গোল। অতিরিক্ত
সময়ের সপ্তম মিনিটে গোলটি স্বীকৃতি পেলে ম্যাচের ফল দাঁড়াত ৪-৩ গোলে। ম্যাচে বায়ার্ন দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় খেলেছে ১০ জন নিয়ে।