ইতালিয়ান সিরিএ ফুটবলে মিলান ডার্বিতে জয় পেয়েছে ইন্টার মিলান। রবিবার প্রতিপক্ষের মাঠ সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার ১-০ গোলে হারায় এসি মিলানকে। ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। লিগের আরেক ম্যাচে নাপোলি ৩-০ গোলে হারিয়েছে স্পেজিয়াকে।
সান সিরোতে ৩৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ এবারের লিগে নিজের ১২তম গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ইন্টার দ্বিতীয় স্থান ধরে রাখল। একই সঙ্গে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান শিরোপা ধরে রাখার পথে আরও একবার বাধার সম্মুখীন হলো। দিনের আরেক ম্যাচে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওশিমেনের জোড়া গোলে নাপোলি স্পেজিয়াকে বিধ্বস্ত করেছে। ম্যাচের প্রথম গোলটি করেছে কাভিচা কাভারাটখেইলা। বিরতির পর স্পট কিক থেকে নাপোলিকে এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা উইঙ্গার কাভারাটখেইলা। এরপর ওশিমেন পরপর দুই গোল করেছেন।