advertisement
advertisement
advertisement.

সুপার কাপ এপ্রিলে

ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement..

অবশেষে মাঠে গড়াচ্ছে বহুল আলোচিত সুপার কাপের চতুর্থ আসর। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানান, টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কাজ করছে বাফুফে। শিগগির সুপার কাপের ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় সুপার কাপ আয়োজনের সম্ভব হচ্ছে না। সুপার কাপের বাছাই পর্বের ম্যাচগুলো প্রিমিয়ার লিগের ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা তাদের। এরপর চূড়ান্ত পর্বের খেলা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার চিন্তা করছে বাফুফে। সুপার কাপের স্পন্সর এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যে এ ব্যাপারেও সিদ্ধান্ত আসবে। আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা খুব করে আশা করছি, আগামীকাল (আজ) বা আগামী দুদিনের মধ্যে স্পন্সরশিপের বিষয়টি চূড়ান্ত করতে পারব।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রথমবার দায়িত্ব নেওয়ার পর সুপার কাপ আয়োজন করে সাড়া ফেলেছিলেন। এর পর আরও দুবার এ টুর্নামেন্ট আয়োজন করে বাফুফে। এবারের টুর্নামেন্টে ৬টি দল অংশ নেবে। গত মৌসুমের লিগ টেবিলের সেরা চারটি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৭টি দলের মধ্যে বাছাই পর্ব হবে। সেখান থেকে ২টি দল পাবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইয়ের ম্যাচ হবে ১৪ ও ২৮ ফেব্রুয়ারি। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।