advertisement
advertisement
advertisement

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৫ এএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৫ পিএম
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে
advertisement

গ্রাহকদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়শই নতুন ফিচার আনতে থাকে। গ্রাহকেরা যাতে খুব সহজে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারেন, সে দিকেই নজর থাকে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষের। এ বার হোয়াটসঅ্যাপ চালু হতে চলেছে এমন একটি বৈশিষ্ট্য যার সাহায্যে পাঠিয়ে ফেলা মেসেজও এডিট করার সুযোগ পাবেন গ্রাহকেরা।

আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। শীঘ্রই হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচারটি যুক্ত হবে। একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন গ্রাহকেরা।

advertisement

অনেক সময় তাড়াহুড়োয় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ হয়ে যায়। তখন মেসেজ মুছে ফেলা ছাড়া উপায় থাকে না। নতুন ফিচার আসার পর মেসেজটি এডিট করার সুযোগ পাবেন সবাই। তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি, নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনও মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিট করার সুবিধা পাবেন গ্রাহকেরা।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডবলুএবিটাইনফোর প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে। রিপোর্ট জানিয়েছে, ‘এই ফিচারটি এখনও পুরো মাত্রায় লঞ্চ করা হয়নি। কিন্তু অ্যান্ড্রয়েড ২.২২.২০.১২ আপডেটে এই পাওয়া যাবে।’

advertisement

সে যাইহোক নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মিডিয়ার (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে পরীক্ষাপর্ব। দ্রুত চালু হবে বিটা টেস্টিং। অনুমান অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েব ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে।