বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৩ পদে মোট ৭৩ জনকে নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনে আগামী ২০ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।
প্রার্থীর বয়স হতে হবে ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২। পদভেদে আবেদনের যোগ্যতা এইচএসসি/সমমান থেকে স্নাতকোত্তর/সমমান। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে মেডিকেল অফিসার ১৮ জন ও সায়েন্টিফিক অফিসার পদে ১৪ জন।
মেডিকেল অফিসারের ক্ষেত্রে প্রার্থীর এমবিবিএস ডিগ্রিসহ বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে। কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১. প্রিন্সিপাল মেডিকেল অফিসার-২ জন
২. সিনিয়র মেডিক্যাল অফিসার ৪ জন
৩. সিনিয়র সায়েন্টিফিক অফিসার ৩ জন
৪. মেডিকেল অফিসার ১৮ জন
৫. সায়েন্টিফিক অফিসার ১৪ জন
৬. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ৭ জন
৭. জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার ১ জন
৮. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (১) ৩ জন
৯. টেকনিশিয়ান (১) ২ জন
১০. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ২ জন
১১. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (২) ৫ জন
১২. টেকনিশিয়ান (২) ৫ জন
১৩. অফিস অ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭ জন।
আবেদন যেভাবে: আবেদন করতে হবে http://baec.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। আবেদনের সময় প্রার্থীর ছবি (৩০০ ও ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ ও ৮০ পিক্সেল) অনলাইন আবেদন ফরমে যুক্ত করতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৬৬৭ টাকা, ৬ নম্বর পদে ৫৫৬ টাকা, ৭ নম্বর পদে ৩৩৪ টাকা এবং ৮ থেকে ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা। এ ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে।